চট্টগ্রামে ২৪ ঘণ্টায় তিন নারীর মৃত্যু ডেঙ্গুতে, নতুন আক্রান্ত ১০৩

চট্টগ্রামে বেড়ে চলেছে ডেঙ্গুতে মৃত্যু। গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় তিন নারীর মারা গেছেন। এনিয়ে চলতি বছরে মৃতের সংখ্যা দাঁড়ালো ৪৪ জন। তিনজনেরই মৃত্যু ডেঙ্গু শক সিনেড্রোমে।

মৃতরা হলেন মিরসরাইয়ের বারইয়ারহাট এলাকার নাসরিন আক্তার (৩৭), চট্টগ্রাম নগরীর সদরঘাট এলাকার রাজলক্ষ্মী শর্মা (৫৯) এবং রোমানা আক্তার (২৪)।

চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ১০৩ জন।

গৃহবধূ নাসরিন আক্তারকে গত ১৯ আগস্ট এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। সেদিনই তার মৃত্যু হয়। মৃত্যুর কারণ হিসেবে ‘ডেঙ্গু শক সিনড্রোম’ ও ‘মাল্টি অর্গান ফেলিওর’ উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

ডেঙ্গু আক্রান্ত রাজলক্ষ্মী শর্মাকে গত ১৮ আগস্ট নগরীর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার দুপুরে তার মৃত্যু হয়। মৃত্যুর কারণ হিসেবে ‘ডেঙ্গু শক সিনড্রোম’ উল্লেখ করা হয় প্রতিবেদনে।

এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে  সদরঘাটের বাসিন্দা রোমানা আক্তারকে ভর্তি করা হয় গত ১৭ আগস্ট। ১৯ আগস্ট ‘ডেঙ্গু শক সিনড্রোমে’ মারা যান তিনি।

এদিকে চলতি বছরের জানুয়ারি থেকে এখনও পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ৪ হাজার ৬১১ জন। মারা গেছে ৪৪ জন।

আইএমই/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!