চট্টগ্রামে এবার হেলে পড়েছে আরও ২ ভবন

জলাবদ্ধতা নিরসনে খাল খননের কাজ করতে গিয়ে এবার চট্টগ্রাম নগরীর পাহাড়তলী এলাকায় পাশাপাশি দুইটি তিন তলা ভবন হেলে পড়ার ঘটনা ঘটেছে। এর আগে বায়েজিদ থানা এলাকায়ও একই কারণে একটি চারতলা ভবন হেলে পড়ে।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন আগ্রাবাদ ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে ভবনে কোনো ফাটল না থাকায় এখনো এই দুই ভবনের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়নি।

নগরে চলমান জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় গয়না খালের পাড়ে পাইলিংয়ের কারণে বাড়ি দুটি সামান্য হেলে পড়েছে বলে জানিয়েছেন আগ্রাবাদ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার উদয়ন চাকমা।

এর আগে খাল খননের কারণে বায়েজিদ থানার রৌফাবাদে একটি চারতলা ভবন হেলে পড়লে দ্রুত ভবনের বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়। এবং ভবন হেলে পড়ার কারন জানতে সাত সদস্যর কমিটিও গঠন করা হয়।

বিএস/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!