চট্টগ্রামে লাইফস্টাইল এক্সপোতে একছাদের নিচে ইন্টেরিয়র ডিজাইনের সবকিছু

চট্টগ্রামে তিনদিনের লাইফস্টাইল এক্সপো জমজমাট হয়ে ওঠেছে। দেশি-বিদেশি মিলে প্রায় ৪০টি স্টল রয়েছে এক্সপোতে। যেখানে বিভিন্ন ব্রান্ডের ইন্টেরিয়র প্রোডাক্ট, কিচেন এক্সেসরিজ ও বাথ এক্সেসরিজ রয়েছে। দর্শনার্থীদের পছন্দ মতো ইন্টেরিয়র পণ্য কেনারও সুযোগ আছে।

বুধবার (৩১ জানুয়ারি) থেকে রেডিসন ব্লুতে শুরু হওয়া এই লাইফস্টাইল এক্সপো চলবে শুক্রবার (২ ফেব্রুয়ারি) পর্যন্ত।

লাইফস্টাইল এক্সপোতে আলাদা করে নজর কাড়ছে আইডেব (ইন্টেরিয়র ডিজাইনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) স্টলটি। সেখানে মিলছে বহুমুখী সেবা। গ্রাহকেরা সেখানে বাসাবাড়ির উন্নতমানের ইন্টেরিয়র ডিজাইন নিয়ে ধারণা পাচ্ছেন।

স্টলে থাকা আইডেবের ফাউন্ডার মেম্বার ও শেইপ ইন্টেরিয়র অ্যান্ড অ্যাসোসিয়েটের ফাউন্ডার শহীদ চৌধুরী বলেন, ‘এই মেলাটা ইন্টেরিয়র প্রোডাক্ট নিয়ে হচ্ছে। আমরা ইন্টেরিয়র ডিজাইনার ও ইন্টেরিয়র নিয়ে কাজ করি। আমাদের সদস্যরা গ্রাহককে প্রপোজাল দিবে, কিভাবে কাজ করলে ইকোনমি করা যায়, কিভাবে রুচিবোধটা তুলে আনা যায়। গ্রাহকের চাহিদা অনুযায়ী উন্নতমানের সেবা দিতে শতভাগ চেষ্টা থাকবে।’

তিনি বলেন, ‘আমার শেইপ নামে একটি ফার্ম আছে। বিশেষ কর আমরা ডুপ্লেক্স বাড়ি নিয়ে কাজ করি। এছাড়া পুরোনো বাড়ি না ভেঙে কীভাবে আধুনিকায়ন করা যায় সেটি নিয়েও আমরা কাজ করি।’

মামুনুর রশিদ নামে এক দর্শনার্থী বলেন, ‘এক ছাদের নিচে এতোগুলো ব্র্যান্ড দেখে ভালোই লাগছে। আমি এখানে এসেছি কিচেন এক্সেসরিজ দেখতে।’

এক্সপোতে ইন্টেরিয়র, এক্সটেরিয়র ডিজাইন, ম্যাটেরিয়াল, পেইন্ট, লাক্সারি বাথওয়্যার, স্মার্ট কিচেন সল্যুশন, এয়ারকন্ডিশন, ডিজিটাল অটোমেশন, ল্যান্ডস্ক্যাপিং, হোম ডেকোরসহ দেশি-বিদেশি পণ্যের সেবা পাচ্ছে দর্শনার্থীরা।

এক্সপো ঘুরে দেখা গেছে, এলিট পয়েন্টসহ একাধিক স্টলে বিশেষ ছাড় দিয়ে পণ্য বুকিং করার সুযোগ রয়েছে।

সকাল ১০টা থেকে ৮টা পর্যন্ত চলা এই এক্সপো সবার জন্য উন্মুক্ত।

আরএম/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!