চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে অভিযানে তিনটন পলিথিন জব্দ

নগরীর রিয়াজউদ্দিন বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত তিনটন পলিথিন উদ্ধার করেছে পরিবেশ অধিদপ্তর। পরিবেশ অধিদপ্তর মহানগরের পরিচালক আজাদুর রহমান মল্লিকের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় পলিথিন মজুদ রাখার অপরাধে প্রতিষ্ঠানের মালিক মো. ফারুখকে ১ (জুলাই) তারিখ শুনানিতে আসতে বলা হয়েছে।

রবিবার (৩০জুন) সকালে রিয়াজউদ্দিন বাজারের আল বুখারী হোটেলের সামনে মো. ফারুকের একটি গোডাউনে অভিযান চালিয়ে পলিথিনগুলো উদ্ধার করা হয়।

অভিযানের নেতৃত্বে থাকা পরিবেশ অধিদপ্তর এর সহকারী পরিচালক সংযুক্তা দাশ গুপ্তা চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, রিয়াজউদ্দিন বাজার এলাকায় পলিথিন ব্যবসায়ী মো.ফারুখের গোডাউনে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ৩৫ বস্তা পলিথিন উদ্ধার করা হয়। যার ওজন আনুমানিক তিন টনের মত।

পলিথিন মজুদ রাখার অপরাধে মো. ফারুখকে পহেলা জুলাই পরিবেশ অধিদপ্তরের শুনানিতে হাজির হতে বলা হয়েছে।


এসআর/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!