চট্টগ্রামের খুলশী থেকে উদ্ধার ফেনীর কিশোরী, অপহরণকারীও ধরা র‌্যাবের হাতে

চট্টগ্রাম নগরীর খুলশী এলাকায় অপহরণকারীদের কবল থেকে এক কিশোরীকে উদ্ধার করেছে র‌্যাব। ১৮ দিন আগে ওই কিশোরীকে ফেনী থেকে অপহরণ করে চট্টগ্রামে নিয়ে আসা হয়েছিল।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) রাতে চট্টগ্রাম নগরীর খুলশী থানার ওয়্যারলেস কলোনি থেকে ১২ বছর বয়সী ওই কিশোরীকে উদ্ধার করা হয় বলে র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক মো. জুনায়েদ জাহেদী জানান। এ সময় এক অপহরণকারীকেও আটক করা হয়।

আটক মো. আলাউদ্দিন ওরফে রাসেল (৩৬) ফেনী জেলার দাগনভূঁইয়া উপজেলার আলাইয়াপুর গ্রামের মফিজুর রহমান মফিজের ছেলে।

র‌্যাব জানিয়েছে, গত ৩০ জানুয়ারি বিকালে ফেনী শহরের উত্তর বিরিঞ্চি এলাকার বাসা ওই মেয়েটি পাশের এলাকায় ব্যাডমিন্টন খেলার জন্য বাসা থেকে বের হয়। পরে রাত পর্যন্ত সে বাসায় না ফেরায় তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করা হয়।

এরপরও মেয়েটির কোনো হদিস না মেলায় ওই রাতেই তার মা ফেনী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

পরে বিষয়টি র‌্যাবকে জানানো হলে প্রযুক্তির সহায়তায় জানা যায়, অপহৃত কিশোরী চট্টগ্রামের খুলশী থানার ওয়্যারলেস কলোনি আব্দুর রহমান নামে এক ব্যক্তির ভাড়া বাসায় অবস্থান করছে। এরপরই ওই কিশোরীকে সেখান থেকে উদ্ধার এবং অপহরণকারী রাসেলকে আটক করা হয়।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটক রাসেলসহ কিশোরীকে ফেনী মডেল থানায় হস্তান্তর করেছে র‌্যাব-৭।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!