চট্টগ্রামবাসীর জন্য ইউনাইটেড হসপিটালের টেলি মেডিসিন সেবা চালু

চট্টগ্রামবাসীর জন্য ইউনাইটেড হসপিটালের টেলি মেডিসিন সেবা চালু 1প্রতিদিন ডেস্ক: ডিসেম্বর থেকে ইউনাইটেড হসপিটাল চট্টগ্রামবাসীর জন্য টেলি-মেডিসিন সেবা চালু করেছে। সেবাটি ইউনাইটেড হসপিটালের চট্টগ্রাম ইনফরমেশন সেন্টার হতে পরিচালিত হবে।
চট্টগ্রাম শহরের মেহেদীবাগে গোল পাহাড়ের মোড়ে ২৩/এ এম এস আলী রোডে অবস্থিত সেন্টারটিতে ০১৯১৪০০১২১০ নম্বরে ফোন করে এ সেবা নেয়া যাবে।

ইউনাইটেড হসপিটালের কার্ডিওলোজি, কার্ডিয়াক সার্জারি, নেফ্রোলজি, ইউরোলজি, মেডিসিন, সার্জারি, ইএনটি, রেসপিরেটরি মেডিসিন, অর্থোপেডিক্স, নিউরোলজি, নিউরোসার্জারি এবং ক্যান্সার রোগের
চিকিৎসকরা রোগীদের এই টেলি-মেডিসিন সহায়তা দেবেন।

ইউনাইটেড হসপিটাল কর্তৃপক্ষ এই টেলি-মেডিসিন সেবা অচিরেই দেশের অন্যান্য শহরেও চালু করতে যাচ্ছে।

এছাড়া প্রতি সপ্তাহে ঢাকার ইউনাইটেড হসপিটালের বিভিন্ন বিশেষজ্ঞ কন্সাল্টেন্টরা চট্টগ্রামে রোগী দেখতে যান যাদের বিশেষ সহায়তায় ঢাকার হসপিটালে পরবর্তী চিকিৎসা প্রদানের সুবিধা আছে।
চট্টগ্রাম থেকে ঢাকায় জরুরি রোগী স্থানান্তরের উদ্দেশ্যে ইউনাইটেড হসপিটালের অ্যাম্বুলেন্সের সাহায্য নেয়ার জন্যও ইনফরমেশন সেন্টারে যোগাযোগ করা যাবে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!