চকরিয়ায় মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম ছিদ্দিকী সড়ক উদ্বোধন

চকরিয়ায় মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম ছিদ্দিকী সড়ক উদ্বোধন 1মুকুল কান্তি দাশ,চকরিয়া: কক্সবাজারের চকরিয়ার সমাজ হিতৈষী মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম ছিদ্দিকীর স্মৃতি ধরে রাখতে তার নামকরণে উপজেলার কাকারায় একটি সড়কের উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার বিকালে কাকারা হাইস্কুল থেকে মিনিবাজার পর্যন্ত ৮৩০ মিটার দৈর্ঘ্যরে “মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম ছিদ্দিকী সড়ক” উদ্বোধন শেষে আলোচনা সভার আয়োজন করা হয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) প্রায় ৫০লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিংয়ের কাজ করেন।
মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম ট্রাস্টের সভাপতি জসিম উদ্দিন ছিদ্দিকীর সভাপতিত্বে ও অধ্যাপক মোস্তফা জামান খারেছের সঞ্চালনায় আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ দিদারুল আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চকরিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ আলমগীর চৌধুরী, কক্সবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহেদুল ইসলাম লিটু, কাকারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত ওসমান, মুক্তিযোদ্ধা নজির আহমদ, মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান, টিআইবির এরিয়া ম্যানেজার জসিম উদ্দিন। সভায় আরো বক্তব্য রাখেন, চকরিয়া প্রেস ক্লাবের সভাপতি আবদুল মজিদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম চৌধুরী, সৃষ্টি সমবায় কেন্দ্রের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ছিদ্দিকী, কাকারা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, শিক্ষক শাহাদাত হোসেন ছিদ্দিকী, সনাক সদস্য জারিয়াতুল মোস্তফা, মাস্টার আলহাজ্ব সিরাজ আহমদ, এম কফিল উদ্দিন, মোজাম্মেল হক প্রমুখ।
মরহুম মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম ছিদ্দিকীর নামকরণে সড়ক করায় চকরিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাফর আলমের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জহিরুল ইসলাম ছিদ্দিকীর একমাত্র ছেলে সাংবাদিক আসিফুল হাসনাত সিদ্দিকী বলেন, প্রপার কাকারাকে বর্ষা মৌসুমে পাহাড়ী ঢল থেকে রক্ষায় মাতামুহুরীর তীরে গাইড় ওয়াল নির্মাণ অপরিহার্য হয়ে উঠেছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!