গ্রেপ্তার এড়াতে ১৬ বছর আত্মগোপনে, ধরা হালিশহরে

গ্রেপ্তার থেকে বাঁচতে ১৬ বছর আত্মগোপনে ছিলেন পরোয়ানাভুক্ত আসামি মো. মোস্তফা মিয়া ওরফে মোস্তফা মিয়া। কিন্তু শেষ রক্ষা হলো না, ধরা পড়লেন র‌্যাবের হাতে।

চট্টগ্রাম নগরের হালিশহর এলাকা থেকে সোমবার (১৯ ফেব্রুয়ারি) তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৭। মঙ্গলবার সকালে র‌্যাব এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

মো. মোস্তফা মিয়া (৫৫) ভোলা জেলার চরফ্যাশন থানার উত্তর মাদ্রাজ এলাকার মৃত আবু বক্কর মুন্সীর ছেলে।

র‌্যাব সূত্রে জানা গেছে, ২০০৮ সালে হত্যার হুমকিসহ একজনকে আঘাতের অভিযোগে ভোলা জেলার চরফ্যাশন থানায় মামলা হয় মোস্তফা মিয়ার নামে। ওই মামলার বিচার কার্যক্রম চলাকালে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নূরুল আবছার জানান, সোমবার অভিযানে চালিয়ে তাকে নগরের হালিশহর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, আসামি গ্রেপ্তার এড়াতে দীর্ঘ ১৬ বছর চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন
বলে জিজ্ঞাসাবাদে জানা গেছে।

আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে চরফ্যাশন থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানান নূরুল আবছার।

আরএ/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!