গলায় ফাঁস দিয়ে মানসিক প্রতিবন্ধীর আত্মহত্যা

চট্টগ্রামের লোহাগাড়ায় আব্দুল্লাহ মুহাম্মদ শরীফ নামের ২২ বছর বয়সী এক মানসিক প্রতিবন্ধী আত্মহত্যা করেছে। শুক্রবার (১৩ নভেম্বর) বিকাল চারটায় উপজেলা কলাউজান ইউনিয়নের বাংলাবাজার এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ মুহাম্মদ শরীফ পশ্চিম কলাউজান বাংলাবাজার এলাকার আবুল কালাম আজাদের ছেলে।

জানা গেছে, মানসির প্রতিবন্ধী শরীফ বাড়ির লোকজনের অগোচরে রান্নাঘরের বীমের সঙ্গে রশি বেঁধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

নিহত শরীফের পিতা আবুল কালাম বলেন, অজ্ঞাত কারণে সে রান্নাঘরে গোপনে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনার সময় আমি চুনতি সিরাত মাহফিলে ছিলাম এবং তার মাও ডাক্তার দেখাতে একটি বেসরকারি হাসপাতালে গিয়েছিল। আমার স্ত্রী বাড়িতে এসে তার লাশ দেখে আমাকে ফোনে জানালে আমি বাড়িতে আসি। আমার প্রতিবন্ধী ছেলে কি কারণে আত্মহত্যা করেছে সেটি বুঝতেছি না।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ মমতাজ বলেন, নিহত শরীফ প্রতিবন্ধীর পাশাপাশি মানসিক ভারসাম্যহীনও ছিল। আমি তাকে প্রতিবন্ধী ভাতার কার্ড ও মানসিক ভারসাম্যহীনের পরিচয়পত্রও করে দিয়েছিলাম।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!