কোন উপসর্গ নেই রাঙ্গুনিয়ায় প্রথম করোনা শনাক্ত নারীর

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় প্রথমবারের মতো করোনাভাইরাস পজিটিভ হয়েছেন এক নারী। তিনি উপজেলার এক সরকারি কর্মকর্তার বাসায় কাজ করেন। রাঙ্গুনিয়ায় এটিই প্রথম করোনাভাইরাস সংক্রমণের ঘটনা। রিপোর্ট পজিটিভ হওয়ায় রোববার (৩ মে) সকালে তিনি যে কোয়ার্টারে বসবাস করেন সেটি লকডাউন করা হয়।

জানা গেছে, আক্রান্ত (৪৫) বছর বয়সী ওই মহিলা উপজেলার এক সরকারি কর্মকর্তার বাসায় বুয়ার কাজ করেন। তার বাড়ি রাঙ্গুনিয়া পৌরসভার ইছাখালীর ৩ নম্বর ওয়ার্ডের জলদাশ পাড়া এলাকায়। বর্তমানে তিনি ওই সরকারি কর্মকর্তার বাসায় আছেন। এবং সেখানে থেকেই চিকিৎসা নেবেন বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজিব পালিত বলেন,‌ ‘গত ২৬ তারিখ ওই নারীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য চট্টগ্রামের ফৌজদারহাটের বিআইটিআইডিতে পাঠনো হয়। শনিবার রাতে চট্টগ্রাম বিআইটিআইডিতে নমুনা পরীক্ষায় আক্রান্ত নারীর করোনা রিপোর্ট পজিটিভ আসে। আক্রান্ত ওই নারীর শরীরে কোনো উপসর্গ নেই, লক্ষণ ছাড়াই তিনি আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি সুস্থ আছেন। আবারও তার নমুনা পরীক্ষার জন্য পাঠানো হবে। তবে অন্য কারো সংস্পর্শে তার করোনা ভাইরাস সংক্রামিত হতেও পারেন।’

তিনি আরও বলেন, ‘রাঙ্গুনিয়ায় এ পর্যন্ত ৪১ জনের করোনা পরীক্ষা হয়। এরমধ্যে ৩৫ জনের প্রাপ্ত রিপোর্টে ১ জন ছাড়া সবার করোনা নেগেটিভ পাওয়া গেছে। আর বাকি ৬ জনের রিপোর্ট আজকালের মধ্যে পাওয়া যাবে।’

রাঙ্গুনিয়া থানার ইইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ‘নিয়মানুযায়ী ওই কোয়ার্টার লকডাউন করা হয়েছে। সেই সঙ্গে আক্রান্ত নারীর পরিবারের সদস্যদের সঙ্গে প্রতিবেশীদের মেলামেশায় নিষেধ করা হয়েছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান বলেন, ‘করোনা আক্রান্ত রোগী বর্তমানে সরকারি যে দপ্তরের কোয়ার্টারে আছেন। আপাতত ওই কোয়ার্টারে আইসোলেশনে রেখেই তাকে চিকিৎসা দেওয়া হবে। গত এক সপ্তাহ তিনি কার কার সংস্পর্শে গেছেন তাদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

এদিকে উপজেলায় প্রথম করোনা শনাক্ত হওয়ায় এলাকাবাসীদের মধ্যে আতংক তৈরি হয়েছে।

এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!