কারাবিধি অনুযায়ী চিকিৎসা দেওয়া হবে বাবুল আক্তারকে

কারাগারে থাকা সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের চিকিৎসার বিষয়ে কারাবিধি অনুযায়ী ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (২৩ মে) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহনাজ রহমান ভার্চুয়াল শুনানি শেষে এই আদেশ দেন।

এর আগে স্ত্রী সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের হৃদরোগসহ অনান্য শারীরিক জটিলতায় ভুগছেন উল্লেখ করে তার যথার্থ ও উন্নত চিকিৎসার জন্য কারাগারের বাইরের হাসপাতালে চিকিৎসার অনুমতি চেয়ে আবেদন করেন তার আইনজীবী আরিফুল রহমান।

গত বৃহস্পতিবার (২০ মে) এই আবেদন করা হয় আদালতে।

রোববার শুনানী শেষে বাবুল আক্তারকে কারাগারের বাইরে হাসপাতালে চিকিৎসা দেওয়ার বিষয়ে কারাবিধি অনুযায়ী ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন আদালত।

নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দিন আহমেদ এ বিষয়ে চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘বাবুল আক্তারের আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে আজ শুনানী ছিল। শুনানী শেষে আদালত বাবুল আক্তারের চিকিৎসার বিষয়ে কারাবিধি অনুযায়ী ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।’

এ বিষয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক মো. শফিকুল ইসলাম খান বলেন, ‘আদালতের আদেশটি কারাগারে পৌছার পর কারা হাসপাতালের চিকিৎসককে জানানো হবে। উনাকে আমরা সুস্থই পেয়েছি। তবে অসুস্থ কি-না তা কারা হাসপাতালের চিকিৎসক বুঝতে পারবেন। চিকিৎসক যদি পরামর্শ দেন বাবুল আক্তারকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।’

আইএমই/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!