কক্সবাজারে যুবককে ‘কোয়ারেন্টাইনে’ থাকতে বলায় হামলা

চট্টগ্রাম নগর থেকে আসা এক যুবককে কোয়ারেন্টাইনে থাকতে বলায় হামলা ভাংচুরের ঘটনা ঘটেছে কক্সবাজারের খুরুশকুলে। এ ঘটনায় ১৫জন আহত ও কয়েকটি বাড়িতে ভাংচুর করা হয়েছে বলে খবর পাওয়া যায়।

অভিযোগ সূত্রে জানা যায়, খুরুশকুল ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার ও দক্ষিণ হিন্দু পাড়ার বাসিন্দা মাখন দের কাকাতো ভাই আয়ন দে চট্টগ্রাম থেকে বাড়িতে আসে। স্থানীয়রা আয়ন দে ও তার পরিবারের লোকজনকে সরকারি নির্দেশ মেনে হোম কোয়ারেন্টাইনে থাকতে অনুরোধ করে। এতেই ক্ষিপ্ত হয়ে স্থানীয় মেম্বার মাখন দে ও তার পরিবার। তারা স্থানীয় কয়েকটি পরিবারের উপর হামলা করে বসে। এতে বাধা দিতে গিয়ে আহত হয়েছেন স্থানীয় ননী গোপাল দের পুত্র শ্রীধন দে, তার পুত্র সাগর দে, স্ত্রী পতি দে, প্রতিবেশী আশীষ দে, নিদীপ দে, আদর দে, রনজিত দেসহ প্রায় ১৫ জন। আহতদের বেশ কয়েকজনকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

শ্রীধন দে বলেন, ‘মাখন মেম্বারের নেতৃত্বে ধারালো কিরিচ, দা, ছোরা, লোহার রড, হাতুড়ি, লাঠি নিয়ে এই হামলা চালানো হয়। এ সময় বাড়ি ভাংচুরের পাশাপাশি ছিনিয়ে নেয়া হয় পান ব্যবসার প্রায় দেড় লাখ টাকাও।

তিনি আরও বলেন, ‘ঘটনাকে ভিন্ন খাতে প্রভাবিত করতে জন্য মিথ্যা মামলা দায়ের করে হয়রানির চেষ্টা করছে তারা।’

এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!