ভর দুপুরে সন্ধ্যা নিয়ে আসলো কালবৈশাখী

আবহওায়া বিভাগ আগেই তাদের বার্তায় জানিয়ে দিয়েছিল মঙ্গলবার সকাল থেকে দুপরের মধ্যে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকার ওপর দিয়ে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ী ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। আবার কিছু অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরের প্রহর না গড়াতেই চট্টগ্রামে শুরু হয়ে যায় কালবৈশাখীর তান্ডবলীলা। তবে এই ঝড়ে বাতাসের গতি বেশি না হলেও ঘন্টাদুয়েক নগরবাসীকে তান্ডব দেখিয়ে যায়। বৈশাখের কালো মেঘে ভর দুপর নিমেষ কালো অন্ধকারে ছেয়ে যায় চারপাশ।

পতেঙ্গা আবহাওয়া অফিসের ডিউটি এসিস্ট্যান্ট মাহমুদুল আলম চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘লঘুচাপের প্রভাবে এই মৌসুমে এ ধরনের আবহাওয়া স্বাভাবিক। এখন আবহাওয়ার যে পরিস্থিতি কালবৈশাখী ঝড় ঘন্টাদুয়েক থাকবে। তবে ঝড়ে বাতাসের গতিবেগ খুব বেশি না। আজকের (মঙ্গলবার) কালবৈশাখীতে ঘন্টায় সর্বোচ্চ ৩৮ নটিক্যাল মাইল পর্যন্ত পাওয়া গেছে। বৃষ্টিপাতের রেকর্ড এখনও জানা যায়নি।’

এসআর/এমএএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!