কক্সবাজারে পাহাড় কাটার সরঞ্জাম জব্দ, এলাকা সিলগালা

কক্সবাজার শহরের কলাতলীর সৈকত পাড়ায় বিশাল পাহাড় কেটে সাবাড় করে ফেলা হয়েছে।

সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে ওই এলাকায় অভিযান চালিয়েছে প্রশাসন। কক্সবাজার সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সম্রাট খীসার নেতৃত্বে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে অভিযান পরিচালনা করা হয়।

সেখান থেকে জব্দ করা হয় মাটি কাটার সরঞ্জাম। এছাড়া সিলগালা করা হয় এলাকাটি।

এর আগে পাহাড় কাটায় রোববার (১৫ জানুয়ারি) কক্সবাজার পরিবেশ আদালতের স্পেশাল ম্যাজিস্ট্রেট ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের বিচারক আসাদ উদ্দিন মো. আসিফের আদালত স্বপ্রণোদিত হয়ে মামলা দায়ের করেন।

কক্সবাজার সদরের ইউএনও সম্রাট খীসা বলেন, ‘পাহাড় কাটার খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরকে মামলা করার নির্দেশনা দেওয়া হয়েছে। এখানে যেসব মাটি কাটার সরঞ্জাম ছিল, সেগুলো জব্দ করা হয়েছে। এছাড়া এলাকাটি সিলগালা করা হয়েছে। এরকম অভিযান অব্যাহত থাকবে।’

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!