এমপি লতিফের ছেলে বিনা ভোটে চট্টগ্রাম চেম্বারের সভাপতি, সহসভাপতি মাহবুবের মেয়ে

ভোট ছাড়াই চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নতুন সভাপতি হয়ে গেলেন সংসদ সদস্য এম এ লতিফের পুত্র ওমর হাজ্জাজ। গত ১০ বছর ধরে চট্টগ্রাম চেম্বারে ভোট ছাড়াই পরিচালনা পরিষদ গঠিত হয়ে আসছে।

২০১৩ সালে সর্বশেষ চট্টগ্রাম চেম্বারে ভোট হয়েছিল। এরপর থেকে দীর্ঘদিন ধরে বিনা ভোটে নেতৃত্ব নির্বাচনের কারণে সাধারণ সদস্যদের মধ্যে এ নিয়ে কোনো আগ্রহও দেখা যায় না।

নতুন সভাপতি ওমর হাজ্জাজের বাবা চট্টগ্রাম–১১ আসনের সংসদ সদস্য এমএ লতিফ। লতিফও কয়েক দফায় চিটাগাং চেম্বার অফ কমার্সের সভাপতি ছিলেন।

আগামী ৫ সেপ্টেম্বর চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু ৬ আগস্ট মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে দেখা গেছে, পরিচালকের ২৪টি পদের বিপরীতে প্রার্থীও ২৪ জনই। এর ফলে মঙ্গলবার (৮ আগস্ট) বিনা ভোটেই সবাই পরিচালক ‘নির্বাচিত’ হয়ে যান। পরে এই নির্বাচিত পরিচালকদের সম্মতিতে সভাপতি, জ্যেষ্ঠ সহসভাপতি ও সহসভাপতি নির্বাচিত করা হয়। সেটাও আগে থেকেই নির্ধারিত ছিল।

চট্টগ্রাম চেম্বারের নতুন সিনিয়র সহসভাপতি হয়েছেন সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিন। অন্যদিকে সহসভাপতি হয়েছেন চট্টগ্রাম চেম্বারের সদ্য সাবেক সভাপতি মাহবুবুল আলমের মেয়ে রাইসা মাহবুব। মাহবুব সম্প্রতি এফবিসিসিআইয়ের নতুন সভাপতি হয়েছেন চেম্বার কোটায়।

বিনা ভোটে নির্বাচিত অন্যান্য পরিচালকরা হলেন— প্যাসিফিক জিন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর, সিলভার সিন্ডিকেটের স্বত্বাধিকারী একেএম আক্তার হোসেন, এএস শিপিং লাইন্সের স্বত্বাধিকারী অহীদ সিরাজ চৌধুরী স্বপন, জেএন শিপিং লাইন্সের স্বত্বাধিকারী জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর, আরএসবি ইন্ডাস্ট্রিয়াল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন শেখর দাশ, নাহার পোল্ট্রি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রকিবুর রহমান টুটুল, হোসেন ফিশারিজের স্বত্বাধিকারী মাহফুজুল হক শাহ, গোল্ডেন কন্টেইনার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বেনাজির চৌধুরী নিশান, আরএম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোঃ আলমগীর পারভেজ, পাওয়ারবাংলা কর্পোরেশনের স্বত্বাধিকারী নাজমুল করিম চৌধুরী শারুন, সিপিডিএলের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেন।

পরিচালকদের মধ্যে আরও রয়েছেন— ফোর এইচ অ্যাপারেলসের ব্যবস্থাপনা পরিচালক গাওহার সিরাজ জামিল, মডার্ন হ্যাচারির ব্যবস্থাপনা পরিচালক আবু সুফিয়ান চৌধুরী, চয়েস মোটরসের স্বত্বাধিকারী মাহবুবুল হক, পিএইচপি মোটরসের ব্যবস্থাপনা পরিচালক আক্তার পারভেজ, আজাদ সিন্ডিকেটের স্বত্বাধিকারী রেজাউল করিম আজাদ, এফএ ট্রেডিংয়ের স্বত্বাধিকারী মোহাম্মদ আদনানুল ইসলাম, এম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোহাম্মদ মনির উদ্দিন, সেরি মেচান ট্রাভেলের স্বত্বাধিকারী আখতার উদ্দিন মাহমুদ, অর্কিড ট্রেডিংয়ের স্বত্বাধিকারী মোহাম্মদ সাজ্জাদ উন নেওয়াজ, স্পেকট্রাম সলিউশন্সের স্বত্বাধিকারী ওমর মুক্তাদির।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!