একমাস পর এলো ওমানে নিহত পটিয়ার মিন্টুর মরদেহ

ওমানে সড়ক দুর্ঘটনায় পটিয়ার মো. কুতুব উদ্দিন চৌধুরী মিন্টুর (৩৮) মরদেহ দীর্ঘ একমাস পর তার গ্রামের বাড়িতে আনা হয়েছে। রোববার (৩ মে) দিবাগত রাত দুইটার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ওমান এয়ারের একটি ফ্লাইটে মরদেহটি বাংলাদেশে আসে।

সেখান থেকে তার পরিবারের লোকজন একটি এ্যাম্বুলেন্সে করে গ্রামের বাড়ি পটিয়া উপজেলার আশিয়া ইউনিয়নের মল্লপাড়া এলাকায় সকাল সাড়ে আটটার দিকে লাশটি নিয়ে পৌঁছে।

এসময় এলাকায় এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। সবার আর্তনাদে ভারি হয়ে উঠে আকাশ বাতাস। কুতুব উপজেলার আশিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড মল্লাপাড়ার মৃত কামাল উদ্দিন চৌধুরীর ছেলে।

সোমবার (৪ মে) দুপুর বারোটার সময় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাপন করা হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে সহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।

জানা যায়, গত (২ এপ্রিল) ওমানে বাংলাদেশ সময় বিকাল ৫টার দিকে অফিস থেকে বন্ধুদের সঙ্গে বাইসাইকেলে বাসায় ফেরার পথে পথিমধ্যে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী প্রাইভেট কারের চাপায় ঘটনাস্থলে প্রাণ হারান কুতুব।

এসএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!