ঈদের ভোরে চট্টগ্রামে নামছে দুর্ধর্ষ সোয়াট

ঈদুল আজহাকে সামনে রেখে চট্টগ্রাম নগরীতে পুলিশ ও র‌্যাবের পাশাপাশি নামছে পুলিশের বিশেষ প্রশিক্ষিত বাহিনী সোয়াটও। ঈদের দিনই সোয়াট মাঠে নেমে থাকবে ঈদের পর দিনও।

ঈদ উপলক্ষে এবার পুরো চট্টগ্রাম নগরীতে নেওয়া হয়েছে তিন স্তরের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। চট্টগ্রাম নগর পুলিশের কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর ঈদের ছুটিতে নজরদারি বাড়ানোর নির্দেশনা দিয়েছেন আগেই।

ঈদের ছুটিতে শহর ছেড়ে অনেকেই গ্রামের বাড়িতে চলে গেছেন। দুর্বৃত্তরা এ সময় চুরি-ডাকাতির প্রস্তুতি নেয়। তবে এ বিষয়টি মাথায় নিয়ে সিএমপির সব থানারই রয়েছে বিশেষ সতর্কতা। প্রায় ফাঁকা শহরে চুরি-ডাকাতি-ছিনতাইসহ অপরাধ ঠেকাতে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

অন্যদিকে র‌্যাবের পক্ষ থেকেও নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। চট্টগ্রাম মহানগর ও আশেপাশের এলাকায় র‌্যাব-৭ এর সদস্যরা টহল শুরু করেছেন।

এদিকে ঈদের দিন ও ঈদের পর দিন নগরীর মাঠে থাকবে পুলিশের বিশেষায়িত বাহিনী— স্পেশাল উইপন্স অ্যান্ড ট্যাকটিক্স টিম, সংক্ষেপে সোয়াট। ১৬ সদস্যবিশিষ্ট দুটি দল নগরীর বিভিন্ন স্পটে অবস্থান নেবে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!