ইয়াবার হাট, সাতকানিয়ার সোহেলের নেশার আস্তানা রামুতে

এক লাখ ৪৮ হাজার ইয়াবাসহ পুলিশের হাতে আটক হয়েছে সোহেল উদ্দিন নামে এক মাদক কারবারি। রোববার (২২ নভেম্বর) দিবাগত মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে চাঁন্দগাও থানার কাপ্তাই রাস্তার মাথার পুরাতন কালুরঘাট বিআরটিসি এলাকা থেকে তাকে আটক করা হয়।

এ সময় সোহেলের অপর তিন সহযোগীর জাহিদ, জিসান ও আবুল কালাম পলাতক বলে জানিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে চাঁন্দগাও থানার উপ-পরিদর্শক (এসআই) কাউসার উদ্দিন চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘এক লাখ ৪৮ হাজার ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। তার অপর তিন সহযোগীর পলাতক রয়েছে। তাদেরকে আটকে নগরীর বিভিন্ন জায়গায় আমরা অভিযান অব্যাহত রেখেছি।’

তিনি আরো জানান, উদ্ধারকৃত ইয়াবার বাজার মূল্য চার কোটি ৪৪ লাখ টাকা। সোহেল এবং তার সহযোগীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সোহেলকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সোহেল সাতকানিয়া ঢেমশা ইউনিয়নের ইছামতি এলাকার আব্দুল জলিলের ছেলে। সোহেল উদ্দিন বান্দরবানের রামুতে ব্যবসা করেন এবং ব্যবসার আড়ালে তিনি দীর্ঘদিন মাদক কারবারে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

এফএম/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!