ইসকন মন্দির লকডাউন, পুরোহিতসহ করোনা আক্রান্ত কমপক্ষে ৩৬

রাজধানীর পুরান ঢাকার স্বামীবাগের ইসকন মন্দির লকডাউন করা হয়েছে। সেখানে মন্দিরের পুরোহিত, সেবায়েতসহ অন্তত ৩৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।

শনিবার রাতে গেন্ডারিয়া থানার ওসি সাজু মিয়া সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘ইসকন মন্দির লকডাউন করা হয়েছে। দাপ্তরিকভাবে আমরা ৩১ জন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার তথ্য পেয়েছি।’

এপ্রিল মাসের শুরুর দিকে স্বামীবাগের ইসকন মন্দিরে এক ব্যক্তির করোনা পজিটিভ ধরা পড়ে। এরপর ওই মন্দির থেকে একের পর এক করোনা ভাইরাসে আক্রান্ত হন। এরপর আজ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে মন্দিরটি লকডাউন করা হয়েছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!