অযথা বাসার বাইরে গিয়ে পাঁচলাইশে পিতা-পুত্র আটক

প্রজ্ঞাপন অমান্য করার প্রথম মামলা

সন্ধ্যা ৬টার পর ঘরের বাইরে অবস্থান করা নিয়ে জারি করা সরকারি প্রজ্ঞাপনের প্রথম সন্ধ্যায় শুক্রবার (১০ এপ্রিল) চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার বিবিরহাট এলাকা থেকে পিতা ও পুত্রকে আটক করা হয়েছে। আটক দুইজনের বিরুদ্ধে পুলিশের কর্তব্য কাজে বাধা প্রদানের অভিযোগে মামলা দায়ের করা হয়। প্রজ্ঞাপন অমান্য করার এটিই প্রথম মামলা চট্টগ্রামে।

আটক রফিক আহমদ (৫৫) বিবিরহাট ২ নম্বর গলির মৃত বজল আহমদের ছেলে। অপরজন আটক রফিক আহমদের ছেলে জাহাঙ্গীর আলম (২৮)।

বিষয়টি নিশ্চিত করে পাঁচলাইশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, সন্ধ্যা ৬টার পর ঘরের বাইরে যাওয়া নিষিদ্ধ করে সরকার প্রজ্ঞাপন জারি করেছে। আমাদের টহল টিম বিবিরহাট এলাকায় দায়িত্ব পালনের সময় সোহেল স্টোর নামে একটি দোকানে মানুষের ভিড় দেখে। তখন সবাইকে যার যার বাসায় চলে যেতে বললেও আটক পিতা ও পুত্র তাদের কর্তব্য কাজে বাধা প্রদান করেন। এ কারণে আটকদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে বলেও জানান ওসি আবুল কাশেম ভূঁইয়া।

এফএম/এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!