অতিরিক্ত যাত্রী পরিবহন, চট্টগ্রামে ৮ বাসকে জরিমানা

মাঝপথে যাত্রী নামিয়ে দেওয়া ও অতিরিক্ত যাত্রী পরিবহনসহ নানান অপরাধে বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) নগরীর বিভিন্ন রুটের ৮টি বাসকে এক লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত।

নগরীর বহদ্দারহাট ও চান্দগাঁও থানা এলাকায় ১ ও ১০ নম্বর রুটের বাস মাঝপথে যাত্রী নামিয়ে দেওয়ার অপরাধে ৬টি বাসের প্রত্যেককে ১৫ হাজার টাকা করে মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মুরাদপুর মোড়ে পরিচালিত অভিযানে ৩ নম্বর রুটের ফতেয়াবাদগামী একটি বাস মুরাদপুরে যাত্রী নামিয়ে দেওয়ার অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা হয়।

এর মধ্যে মেট্রো প্রভাতী পরিবহনের একটি বাসকে অতিরিক্ত যাত্রী পরিবহনের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ লঙ্ঘনের দায়ে ২০ হাজার টাকা জরিমানা ও চালকের লাইসেন্স জব্দ করা হয়। অভিযানে ৮টি বাসকে মোট ১ লক্ষ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সিএম/এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!