বেপরোয়া ডাম্পার কেড়ে নিল শিশুর প্রাণ, প্রতিবাদে ঈদগাঁওয়ে সড়ক অবরোধ

কক্সবাজার সদরের ঈদগাঁওতে বোনের বিয়েতে এসে লাশ হলো শাহিন বাবু (৬) নামের এক শিশু। বেপরোয়া ডাম্পার গাড়ি তছনছ করে দিলো বেড়ে উঠা এক প্রদীপকে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নুর কমিউনিটি সেন্টার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত শিশু ঈদগাঁও নুর কমিউনিটি সেন্টার এলাকার ছেহের আলমের ছেলে। দুর্ঘটনার পর ঘাতক ডাম্পারটি পালিয়ে যায়।

প্রতিবাদে সড়কে প্রায় ঘন্টাব্যাপী অবরোধ করেন স্থানীয়রা। এতে মহাসড়কের উভয় পাশ থেকে আসা অসংখ্য যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতাকে শান্ত করে আগামী এক সপ্তাহের মধ্যে স্পিড ব্রেকার স্থাপনের আশ্বাস দিলে জনতা অবরোধ তুলে নেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত বাবু পাশ্ববর্তী নুর কমিউনিটি সেন্টারে তার জেঠাত বোনের বিয়ের খাবার খেয়ে বাড়ি যাওয়ার পথে রাস্তা পারাপারের সময় বালিভর্তি কক্সবাজারমুখী একটি ডাম্পার তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। তাৎক্ষনিক ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের একদল পুলিশ ঘটনাস্থলে আসে।

ইউপি সদস্য মিজানুর রহমান মহসিন বলেন, ‌‌‘ঘাতক ডাম্পার গাড়িটি পালিয়ে যায়।’

ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আসাদুজ্জামান বলেন, ‘শিশু নিহতের ঘটনায় ঘাতক আটক হয়েছে তবে গাড়ি আটক করা যায়নি।’

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!