পালানো চেষ্টাকালে অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায়

চট্টগ্রামের লোহাগাড়ার চুনতি বাজারে দেশীয় তৈরি অস্ত্রসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবাল (৩০ জুলাই) বিকেল পৌনে ৫টায় তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হল লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের সেনেরহাট হাজির পাড়ার (কসাই পাড়া) মো. কামালের পুত্র মো. এস্কান্দর (২৩) ও বরিশালের মুলাদী সদর থানার মৃত সোলতান আহমদের পুত্র মো. ইউসুফ রবি (২৪)। তারা দু’জনই চট্টগ্রাম শহরের বাকলিয়া থানার নতুন ব্রিজ বাস্তুহারা কলোনির ৩৫ নম্বর ওয়ার্ডে ভাড়া বাসায় থাকেন।

বিষয়টি নিশ্চিত করেছেন চুনতি পুলিশ ফাঁড়ির পরিদর্শক পিযুষ চন্দ্র সিংহ। তিনি বলেন, বড়হাতিয়ায় একটি অভিযান শেষে আমরা ফাঁড়িতে ফিরছিলাম। পথিমধ্যে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করে। পুলিশের সন্দেহ হলে তল্লাশি করে তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, গ্রেপ্তারকৃতরা চকরিয়া থেকে অস্ত্রটি নিয়ে চট্টগ্রাম শহরের উদ্দেশ্যে যাচ্ছিল। গাড়ি পরিবর্তনের জন্য তারা চুনতি বাজারে অবস্থান করছিল। এ ব্যাপারে লোহাগাড়া থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!