৮৫ কোটি টাকা মিললো আয়কর মেলার পঞ্চম দিনে

চট্টগ্রাম নগরের জিইসি কনভেনশন সেন্টারে মেলার পঞ্চম দিন সোমবার (১৮ নভেম্বর) চট্টগ্রামে আদায় হয়েছে ৮৫ কোটি ৯৯ লাখ ২ হাজার ৯৫৩ টাকা। সেই সাথে সেবা গ্রহণ করেছেন ৪২ হাজার ৯৩৯ জন। নতুন ই-টিআইএন নিয়েছেন ৭৫৯টি। মেলায় প্রাপ্ত রিটার্ন ছিল ৮ হাজার ৬টি।

অতিরিক্ত কর কমিশনার (আপিল) মো. মাহমুদুর রহমান চট্টগ্রাম প্রতিদিনকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

মেলায় রিটার্ন দাখিল করতে আসা করদাতাদের পাশাপাশি অনেক তরুণ উদ্যোক্তা, চাকরিজীবী, ব্যবসায়ীকে মেলায় ই-টিআইএন সংগ্রহ করতে দেখা গেছে। মেলার পঞ্চম দিনেও উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেলেও সেবা পাওয়ার ক্ষেত্রে হিমশিম খেতে হয়েছে আগত দর্শনার্থীদের।

মেলায় চট্টগ্রামের কর অঞ্চল ১-৪ এবং কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খগড়াছড়ি জেলার করদাতারা আয়কর রিটার্ন জমা দিতে পারছেন।

এএস/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!