৫ জোড়া ট্রেন চেয়ে চবি শিক্ষার্থীরা পেল ৩ জোড়া বাস

একমাস ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) তিন জোড়া শাটল ট্রেন ও তিন মাস ধরে দুই জোড়া ডেমু বন্ধ রয়েছে। ৯ জোড়া শাটলেই যখন শিক্ষার্থীদের নাভিশ্বাস অবস্থা, সেখানে শাটল না বাড়িয়ে উল্টো ৫ জোড়া বন্ধ রাখা হয়েছে। এতে ভোগান্তির মাত্রা বেড়েছে কয়েক গুণ। পূর্বের শাটল ট্রেন চালুর দাবিতে বারবার দাবি জানিয়ে আসলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার কোনো সুরাহা করেনি।

সর্বশেষ পূর্বের শাটল পুনরায় চালুর দাবিতে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা দিয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শাটল চালু না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের জন্য ৬টি বাস দেয়ার ঘোষণা দেয়। তবে শিক্ষার্থীরা বলছে ৫ জোড়া শাটলের পরিবর্তে তিন জোড়া বাস দেওয়া অযৌক্তিক।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূইয়া চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, শাটল চালু না হওয়া পর্যন্ত আমরা শিক্ষার্থীদের জন্য ৬টি বাস দিচ্ছি। দুইটি সকাল সাড়ে সাতটায় বটতলী থেকে ক্যাম্পাসের উদ্দেশ্যে ছেড়ে আসবে। আর দুইটি দুইটি আড়াইটায় ও অপর দুইটি সাড়ে পাঁচটায় ক্যাম্পাস থেকে বটতলীর উদ্দেশ্যে ছেড়ে যাবে।

এ দিকে ৫ জোড়া শাটলের বিপরীতে ৩ জোড়া বাস দেয়াকে অবিবেচনা প্রসূত সিদ্ধান্ত বলছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

ইহসানুল মাহবুব নামের এক শিক্ষার্থী বলেন, ‘১টা ট্রেনের বগি ৯টা। প্রতি বগি হিসাবে একটা বাস দেওয়া লাগবে। এভাবে যতটা ট্রেন বন্ধ হইছে ততটা বাস।’

খন্দকার সাগর নামের আরেকজন বলেন, ‘৫ জোড়া ট্রেনে ৯০টি বগি। একটা বগি একটা বাসের থেকেও বড়। সেই হিসেবে ১০০ বাস দিলেও আমাদের ক্ষতি পোষাবে না। সেখানে মাত্র ৬ টা বাস? মগের মুল্লুক নাকি?’

সৈকত আহসান নামের আরেকজন বলেন, ‘যত আজগুবি আর মাথামোটা পাবলিকগুলো এখানে বসে আছে। এত দিন হতে চলল এক শাটল ট্রেন একটা নির্ধারিত সময় নিয়মিত চলাচল করতে পারল না।’

এমআইটি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!