চট্টগ্রামে বাসের টেন্ডার নিয়ে বিরোধের জেরে আহত যুবকের মৃত্যু

বিআরটিসি বাসের টেন্ডার নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে আহত হামিদ রুবেল মারা গেছেন।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রুবেল।

নিহত হামিদ রুবেল (২৭) হাটহাজারী উপজেলার ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের মো. ইউসুফ কোম্পানির বাড়ির আবদুল কাদেরের ছেলে।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, শুক্রবার হামিদ রুবেলের সঙ্গে বিআরটিসি বাসের টেন্ডার নিয়ে জাতীয় শ্রমিক লীগের বায়েজিদ থানা শাখার সভাপতি মো. দিদারের কথা কাটাকাটি হয়। ওইদিন রাত ১১টার দিকে দিদার ফোনে কল দিয় রুবেলকে নতুনপাড়া মোবারক সড়কে আসতে বলেন। রুবেল সেখানে গেলে দিদার ও মাসুদসহ তার আরেক ভাই রুবেলকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা রুবেলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তিনি মারা যান। তারা দুইজন দীর্ঘদিনের ব্যবসায়িক পার্টনার।

এ ঘটনায় শনিবার সন্ধ্যা পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি। লাশ ময়নাতদন্ত শেষে গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে বলে জানান ওসি রফিকুল ইসলাম।

আইএমই/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!