৫ ঘণ্টার জবানে সিনহা হত্যার স্বীকারোক্তি দিলেন এক পুলিশ

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার আসামি এপিবিএন সদস্য কনস্টেবল আবদুল্লাহ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছেন।

বুধবার (২৬ আগস্ট) বিকাল ৪টা থেকে টানা পাঁচ ঘণ্টা ধরে তার জবানবন্দি রেকর্ড করা হয় আদালতে। র‌্যাব হেফাজত থেকে তাকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহর আদালতে হাজির করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা র‌্যাব ১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল আলম বলেন, ‘গত ১৭ আগস্ট র‌্যাব টেকনাফ বাহারছড়া ফাঁড়িতে দায়িত্বরত এপিবিএনের ৩ সদস্যকে জিজ্ঞাসাবাদের হেফাজতে নেওয়া হয়। তারা হলেন এএসআই শাহজাহান, কনস্টেবল ফারুক ও আবদুল্লাহ। গত ১৮ আগস্ট অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ২৩ আগস্ট তাদের জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়।’

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ হত্যার ঘটনার সময়ে এপিবিএনের এ তিন সদস্য শামলাপুর ঘটনাস্থল এপিবিএনের চেকপোস্টে দায়িত্বরত ছিলেন।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!