প্লাজমা দিতে ঢাকায় গেলেন সিএমপির ৩০ করোনাজয়ী পুলিশ

চট্টগ্রামে করোনা মোকাবেলায় শুরু থেকেই সক্রিয়ভাবে ভূমিকা রেখে সমাদৃত হওয়া চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এবার নিয়েছে নতুন উদ্যোগ। করোনা ভাইরাস প্রতিরোধে প্লাজমা দান করতে ঢাকার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে গেলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের করোনাজয়ী ৩০ জন সদস্য।

এর মধ্যে ১৩ জন ও পজিটিভ, ১১ জন বি পজিটিভ, ৪ জন এ পজিটিভ, ১ জন এবি পজিটিভ ও একজন এবি নেগেটিভ ব্লাড গ্রুপের প্লাজমা ডোনার।

বুধবার(২৬ আগস্ট) সকাল ৬ টায় দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্স থেকে করোনাজয়ী সিএমপির এই ৩০ সদস্য ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। এ সময় সিএমপি কমিশনারের পক্ষ থেকে তাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এর আগে চট্টগ্রামে চিকিৎসক, সেনাসদস্যসহ ১৭ জন করোনা আক্রান্ত রোগীকে প্লাজমা দান করেন সিএমপির ১৭ জন করোনাজয়ী সদস্য। এছাড়াও সিএমপি পরিচালিত প্লাজমা ব্যাংকের মাধ্যমে ৯০ জনের মতো করোনা আক্রান্ত রোগীকে প্লাজমা সংগ্রহ করে দেওয়া হয়েছে বলে সিএমপি সূত্রে জানা গেছে।

করোনা ভাইরাস প্রতিরোধে শুরু থেকেই দায়িত্বশীল ভূমিকা পালন করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। নগরবাসীর সুরক্ষায় দায়িত্ব পালনকালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ইতোমধ্যে হারিয়েছে তাদের ৫ জন সদস্যকে। তথাপি ত্রাণসামগ্রী বিতরণ কার্যক্রম, হাসপাতাল স্থাপন, জন সচেতনতা সৃষ্টি সহ করোনা প্রতিরোধে সিএমপির গৃহীত নানাবিধ উদ্যোগসমূহের কার্যক্রম এখনো চলমান রয়েছে।

এআরটি/এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!