২৬মার্চ এক্স বাকলিয়ান এসোসিয়েশন’র ফ্রি চিকিৎসা ক্যাম্প

২৬মার্চ এক্স বাকলিয়ান এসোসিয়েশন’র ফ্রি চিকিৎসা ক্যাম্প 1শুভ্রাশীষ দাশ গুপ্ত রনি : স্বাধীনতা দিবস পালন উপলক্ষে আজ ২৬শে মার্চ বিনামূল্যে সুবিধা বঞ্চিত মানুষদের চিকিৎসা সেবা প্রদান করবে বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন এক্স বাকলিয়ান এসোসিয়শন (এক্সবিএ)।

 

এ ক্যাম্পের আওতায় বৃহত্তর বাকলিয়া এলাকার প্রায় দেড় হাজার সুবিধাবঞ্চিত মানুষকে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হবে। দেশের স্বনামধন্য ত্রিশ জন বিশেষজ্ঞ চিকিৎসক এ ক্যাম্পে চিকিৎসা প্রদান করবেন। যে সকল রোগের চিকিৎসা দেয়া হবে সেগুলো হচ্ছে মেডিসিন, ফিজিক্যাল মেডিসিন, হৃদরোগ, গাইনী, শিশুরোগ, চর্মরোগ, চক্ষু, দন্ত ও সার্জারি। এ এলাকার সকল গরিব রোগিদের এ ক্যাম্পে এসে চিকিৎসা নেয়ার আহবান জানিয়েছেন এক্সবিএ এর সভাপতি আমিনুল ইসলাম।

তিনি বলেন, এক্স বাকলিয়ান এসোসিয়েশন প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। তার ধারাবাহিকতায় এ ক্যাম্প আয়োজন করা হয়েছে।

 

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!