১৯ দিন পর করোনায় মৃত্যু দেখলো চট্টগ্রাম, আরও ৫ জন আক্রান্ত

১৯ দিনের বিরতির পর আবারো করোনার মৃত্যু দেখলো চট্টগ্রাম। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় একজনের মৃত্যু হয়েছে। করোনায় নতুন করে আক্রান্ত হয়েছে আরও পাঁচ জন। আক্রান্ত পাঁচ জনের মধ্যে তিনজন চট্টগ্রাম শহরের ও বাকি দুইজন উপজেলার বাসিন্দা।

এর আগে ২৪ নভেম্বর করোনা আক্রান্ত হয়ে একজন মৃত্যুবরণ করেন।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ১৩টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। এতে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৪৭৭টি নমুনা পরীক্ষা করে ৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার দশমিক ৪০ শতাংশ।

এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২ হাজার ৪৭১ জন। এর মধ্যে নগর এলাকায় ৭৪ হাজার ১৪৭ জন এবং উপজেলায় ২৮ হাজার ৩২৪ জন।

এ ছাড়া মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩৩২ জনের মধ্যে ৭২৩ জন নগরের এবং ৬০৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

বিএস/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!