৭ লাখ টাকার এক পোয়া মাছ চট্টগ্রামে এনে বিক্রি হল আরও বেশি দামে

জেলের জালে ধরা পড়েছে বিশাল আকারের একটি ‘কালো পোয়া’ মাছ ধরা পড়লো কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়িতে। ২৮ কেজি ওজনের মাছটি গত বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) রাতে সাগরে মাতারবাড়ির জেলেদের জালে মাছটি ধরা পড়ে।

রোববার (১২ ডিসেম্বর) মাছটি মাতারবাড়ির সাইরারডেইল বাজারের মাছের মহালে ৭ লাখ টাকায় বিক্রি করা হয়। পরে ক্রেতারা চট্টগ্রামে নিয়ে গিয়ে মাছটি দ্বিতীয় দফায় বিক্রি করেন বলে জানা গেছে।

জানা গেছে, মাতারবাড়ি সাইরারডেইল এলাকার বহদ্দার ছৈয়দুল হকের মালিকানাধীন একটি ট্রলার গত কয়েক দিন আগে মাঝি-মাল্লা নিয়ে গভীর সমুদ্রে মাছ ধরতে যান।

এরই মধ্যে বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) রাতে গভীর সাগরে ওই ট্রলারের জেলেদের জালে ২৮ কেজি ওজনের পোয়া মাছটি ধরা পড়ে। ট্রলারটি এরপর রোববার (১২ ডিসেম্বর) সকালের দিকে উপকূলে ফিরে আসে।

জানা গেছে, আটজন ক্রেতা মিলে ৭ লাখ টাকায় মাছটি মাতারবাড়ির সাইরারডেইল বাজারের মাছের মহাল থেকে কিনে নেন।

এরপর সেই মাছ নিয়ে আসা হয় চট্টগ্রামের ফিশারিঘাটের মাছের পাইকারি হাটে। সেখানে অল্প লাভ করে তারা মাছটি বিক্রি করে দেন। তবে ঠিক কত টাকায় চট্টগ্রামে মাছটি বিক্রি হয়েছে তা জানা যায়নি।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!