হাটহাজারীতে ট্রেন- স্কুলবাস সংঘর্ষ, আহত ২

হাটহাজারীতে ট্রেন ও স্কুলবাস সংঘর্ষে গুরুতর আহত হয়েছে চালকসহ দুজন।

জানা যায়, ফতেয়াবাদ ছড়ারকুল এলাকায় স্কুলবাসের সাথে সাথে সংঘর্ষ হয়।

আহতরা হলেন চালক আজিজ(৪০) লক্ষীরাণী (৪৫)। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চমেকে প্রেরণ করেণ।
এ সময় মাইক্রোবাসটি অন্তত ১২ জন শিক্ষার্থীকে আনার জন্য যাচ্ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে সাতটার দিকে রওশন গ্রামার স্কুলের মাইক্রোবাসটি শিক্ষার্থী আনার জন্য ছড়ার কূলের পশ্চিমে যাচ্ছিল৷ ছড়ারকুল রেল ক্রসিং পার হওয়ার সময় নাজিরহাট থেকে শহরগামী ট্রেনটির সাথে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।

স্থানীয়রা বলছেন গেটম্যানের অবহেলাই দায়ী।
হাটহাজারীতে ট্রেন- স্কুলবাস সংঘর্ষ, আহত ২ 1

রওশন গ্রামার স্কুলের অধ্যক্ক শহিদুল ইসলাম বলেন, আমাদের স্কুলের মাইক্রোবাসটি ছড়াকূল এলাকায় শিক্ষার্থী আনার জন্য যাচ্ছিল। রেলক্রসিংয়ে দুর্ঘটনার শিকার হয়। আমি আহতদের সাথে চমেকে আছি। গাড়িতে কোন শিক্ষার্থী ছিল না।

চমেক পুলিশ ফাঁড়ির পুলিশ ইনচার্জ জহিরুল ইসলাম বলেন, নাজিরহাট থেকে ছেড়ে আসা শহরগামী ট্রেনের সাথে ছড়ারকূলে সংঘর্ষে আহত দুজনকে চমেক নিউরোসার্জারি ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

সিএম/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!