‘হত্যার মাধ্যমে বঙ্গবন্ধুকে নিঃশেষ করা যায় না’—যুব মহিলা লীগের আলোচনায় বক্তারা

শোকবহ আগস্ট উপলক্ষে বাংলাদেশ যুব মহিলা লীগ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে।

এছাড়া বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা, শেখ রাসেলসহ পরিবারের সকল নিহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ আগস্ট) এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়।

এতে সংগঠনের সিনিয়র যুগ্ন আহ্বায়ক জাহানারা সাবের, সিনিয়র সদস্য জিন্নাত আরা, খানম তারা, সোনিয়া আজাদ, ইসরাত জাহান, কানিজ ফাতেমা, জিন্নাত আরা ঝুমা, সাবেকুন নাহার কলি,নাহিদা ইয়াছমিন, মেঘলা সুলতানাসহ বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

আলোচনায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশে এক ও অভিন্ন ব্যাপার। বাংলাদেশ মানেই
বঙ্গবন্ধু, এটা অস্বীকার করার কোন অবকাশ নেই। ১৯৭৫ সালে ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে বাংলাদেশের অস্তিত্ব বিপন্ন করতে চেয়েছিল ঘাতক চক্র। বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে নিঃশ্বেস করা যায় না। বঙ্গবন্ধু দিয়েছেন স্বাধীন বাংলাদেশ, তার কন্যা দিয়েছেন সমৃদ্ধ এক স্মার্ট বাংলাদেশ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!