সীতাকুণ্ডে ফেন্সিডিল ও গাঁজাসহ আটক ১

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেনসিডিল ও গাঁজাসহ মো. জসিম উদ্দিন নামে ব্যক্তিকে আটক করেছে র‍্যাব। তার কাছ থেকে ৯৩ বোতল ফেন্সিডিল, ২ কেজি ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় জব্দ করা হয় মাদকদ্রব্য বহনের কাজে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান।

সোমবার (২৭ এপ্রিল) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বটতল এলাকার সীতাকুণ্ড পেট্রোলিয়াম এন্ড সিএনজি রিফুয়েলিংয়ের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক হওয়া জসিম কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার ১ নম্বর ওয়ার্ডের মলিয়ারা গ্রামের আব্দুল মান্নানের পুত্র।

র‌্যাব-৭ চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘সোমবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লা থেকে আসা চট্টগ্রামগামী একটি কাভার্ড ভ্যানকে থামার সংকেত দেওয়া হয়। এ সময় ওই গাড়ি থেকে নেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করে মো. জসিম উদ্দিন। তাকে ধাওয়া দিয়ে আটক করা হয়। তার দেওয়া তথ্য অনুযায়ী ওই গাড়ির সিটের নিচ থেকে ৯৩ বোতল ফেন্সিডিল, ২ কেজি ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব মাদকের বাজার মূল্য প্রায় ১ লাখ ২২ হাজার টাকা।’

তিনি আরও বলেন, ‘মাদক পরিবহন করায় গাড়িটিও জব্দ করা হয়। জসিমের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে।’

মুআ/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!