সাতকানিয়ায় লাঠি হাতে নেমে ছাত্রদল তাড়াল ছাত্রলীগ

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাট এলাকায় ছাত্রদলের মিছিলে ধাওয়া দিয়েছে ছাত্রলীগ। এ সময় লাঠি হাতে থাকা ছাত্রলীগের নেতাকর্মীদের দেখে পালিয়ে যায় ছাত্রদল নেতাকর্মীরা।

রোববার (১৪ আগস্ট) বেলা ১১টার দিকে ছাত্রদল নেতাকর্মীরা মিছিল শুরু করে কেরানীহাট এলাকায়। ১০ মিনিটের মধ্যেই মোটরসাইকেলযোগে উপজেলা ছাত্রলীগ সভাপতি মোহাম্মদ আলীসহ কয়েকজন নেতাকর্মী ওই এলাকায় উপস্থিত হন।

কিছুক্ষণের মধ্যে ৪০-৫০ জন ছাত্রলীগ নেতাকর্মী জড়ো হয়ে লাঠি হাতে ছাত্রদলের মিছিলের দিকে তেড়ে যায়। এ সময় ছাত্রদলের মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়। তারা বিভিন্ন মার্কেট ও গলিতে দৌড়ে ঢুকে যায়।

পরে ছাত্রলীগ সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে। এতে বক্তব্য দেন সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলী।

তিনি এ সময় বলেন, ‘সাতকানিয়ায় ছাত্রদল নাশকতার চালানোর লক্ষ্যে জড়ো হয়েছিল। কিন্তু ছাত্রলীগ নেতাকর্মীরা সতর্ক থাকায় কেরানীহাটে কোনো অঘটন তারা ঘটাতে পারেনি। আমরা প্রশাসনের কাছে অনুরোধ করবো, যেন নাশকতামূলক কোনো কর্মকাণ্ড আগেই বিএনপি, ছাত্রদলসহ সহিংসতাকারী গোষ্ঠীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়।’

সমাবেশে আরও বক্তব্য রাখেন সাতকানিয়া জেলা ছাত্রলীগের সহ সভাপতি কে এম পারভেজ, ছদাহা ইউনিয়ন ছাত্রলীগের ১ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক মোহাম্মদ দেলোয়ার, উপজেলা যুবলীগ নেতা ছোটন বড়ুয়া ,সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সাতকানিয়া উপজেলা ছাত্রলীগ নেতা জমির উদ্দিন, সঞ্জিদ কর, ফয়সাল, মোহাম্মদ তৌহিদ, হাবিবুর রহমান, মোহাম্মদ সিরাজ, আবু সায়েদ, শিফু, খোকা তালুকদার,পিতম দাশ গুপ্ত, ইমরান বিন আওয়াল,মোহাম্মদ ফরহাদ, বেলাল হোসেন, আরিফ, এহাছান, মোহাম্মদ মিজান, সাকিবুল ইসলাম, জাফর ইকবাল, রিদোয়ান।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!