ফুটপাত দখল করে ব্যবসা, মাদারবাড়ির ২৬ ব্যবসায়ীকে জরিমানা

ফুটপাত দখল করে ব্যবসা করায় চট্টগ্রাম নগরী সদরঘাট থানার মাদারবাড়িতে পৃথক অভিযানে ২৬ দোকানিকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া আরেক অভিযানে নোংরা পরিবেশে খাবার তৈরি ও মেয়াদোত্তীর্ণ মিষ্টি রাখায় একই এলাকার রায়হান ফুডসকে ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে প্রতিষ্ঠানটির কারখানাকর্মীদের স্বাস্থ্য সনদও ছিল না।

রোববার (১৪ আগস্ট) দিনব্যাপী চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও বিশেষ ম্যাজিস্ট্রেট মনীষা মহাজনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত মাদারবাড়ি এলাকায় এ অভিযান চালান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী বলেন, ‘ফুটপাত দখলে রেখে চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করায় ২৬ দোকান মালিককে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশ থাকায় মাদারবাড়ির রায়হান ফুডসকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।’

আরএ/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!