সংসদে কক্সবাজার শাহ আব্দুল মালেক বিমানবন্দর নামকরনের দাবীতে সাংসদ বাদলের জোর প্রস্তাব

সংসদে কক্সবাজার শাহ আব্দুল মালেক বিমানবন্দর নামকরনের দাবীতে সাংসদ বাদলের জোর প্রস্তাব 1অলিকূল সম্রাট , গাউসে মোখতার হযরতুল আল্লামা শাহ আব্দুল মালেক আল-কুতুবী (রহ:)’র নামে কক্সবাজার বিমান বন্দরের নাম করণের দাবীতে প্রধানমন্ত্রী ও স্পীকারের দৃষ্টি আকর্ষণ করে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৫টায় জাতীয় সংসদে জোর প্রস্তাব উপস্থাপন করেন বীর চট্টলার সিংহ পুরুষ , বর্ষীয়ান নেতা সাংসদ মঈনুদ্দিন খান বাদল ।
প্রায় ২০ মিনিটের বক্তব্যে তিঁনি বিমান বন্দরের নাম করণ, সোনাদিয়ায় গভীর সমুদ্র বন্দর, কক্সবাজার পর্যন্ত রেললাইন বাস্তবায়নসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন ।

এ সময় করতালি দিয়ে তাঁকে অভিনন্দন জানান কুতুবদিয়া-মহেশখালীর এমপি আশেক উল্লাহ রফিকসহ কক্সবাজার ও বৃহত্তর চট্টগ্রামের অপরাপর সাংসদগন।

জাতীয় সংসদে তাঁর এ গুরুত্বপূর্ণ বক্তব্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও অভিনন্দন জানিয়ে দ্রুত তা বাস্তবায়নে প্রধানমন্ত্রী ও সংশ্লীষ্ট মন্ত্রীর কাছে দাবী জানিয়েছেন কুতুব শরীফ দরবারের শাহজাদা মাওলানা মনিরুল মন্নান আল-মাদানী ( ম:জি:আ:), দরবারের পরিচালক শাহ্জাদা শেখ ফরিদ আল-কুতুবী (মা.জি.আ:), শাহজাদা অহিদুল মিল্লাত আল-কুতুবী (ম:জি:আ:), শাহজাদা আতিকুল মিল্লাত আল-কুতুবী (ম:জি:আ:), শাহজাদা সৈয়দুল মিল্লাত আল-কুতুবী (ম:জি:আ:), শাহজাদা মাওলানা জিল্লুল করিম আল-কুতুবী (ম:জি:আ:), শাহজাদা আব্দুল করিম আল-কুতুবী (ম:জি:আ:), কুতুব শরীফ দরবার এন্তেজামিয়া কমিটির কার্যকরী সভাপতি আজিজুল কদর, মহাসচিব আলহাজ্ব মুহাম্মদ শরীফ, রওজা কমপ্লেক্স নির্মাণ ও বাস্তবায়ন কমিটির সভাপতি সাবেক সাংসদ ও মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী, সাধারন সম্পাদক এ কে এম জাফর উল্লাহ, বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির মহাসচিব এইচ এম মুজিবুল হক শুক্কুর, শাহ আব্দুল মালেক বিমানবন্দর নামকরন বাস্তবায়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোকারেমুল কাদের চৌধুরী মুকুল, দরবারের প্রেস অ্যন্ড মিডিয়া উইংয়ের আহবায়ক কামাল হোসেন, সদস্য সচিব এহসান আল-কুতুবী, কুতুব শরীফ দরবারের থানা, মহানগর, জেলা কমিটির সভাপতি-সম্পাদক,সহ দরবার সংশ্লীষ্ট বিভিন্ন আশেকান সংগঠনের নেতৃবৃন্দ । প্রেস বিজ্ঞপ্তি ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!