শাহ আমানতে তিন যাত্রীর ব্যাগে ১৪ লাখ টাকার সিগারেট

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা ৩ যাত্রীর ব্যাগেজ থেকে ৭০৫ কার্টন সিগারেট জব্দ করা হয়েছে। যার বাজার মূল্য প্রায় ১৪ লাখ ১০ হাজার টাকা।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে এনএসআই টিম, বিমানবন্দর কাস্টমস ও শুল্ক গোয়েন্দা অধিদফতর যৌথভাবে সিগারেটগুলো জব্দ করে।

চট্টগ্রাম বিমানবন্দরে আটক হওয়া ৩ যাত্রী হলেন- ইকবাল কবির, সাইফুল ইসলাম ও মো. সুমন। তিন জনই দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ‘বিজি ১৪৮’ যাত্রী ছিলেন বলে জানিয়েছেন বিমানবন্দর কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ জানান, ওই তিন যাত্রীর মধ্যে মোহাম্মদ ইকবাল কবিরের কাছ থেকে ১৪৫ কার্টন, সাইফুল ইসলাম ও মো. সুমনের কাছে ২৮০ কার্টন করে ইজি ব্রান্ডের সিগারেট পাওয়া যায়। প্রতি কার্টন সিগারেটের বাজার মূল্যে ২ হাজার টাকা। জব্দ করা সিগারেট আইন অনুযায়ী ব্যবস্থা নিতে বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।

এএ/এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!