হাম-রুবেলার টিকা কর্মসূচি শুরু ১৮ মার্চ

হাম-রুবেলা রোগের টিকাদান কর্মসূচি ২৯ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে ১৮ মার্চ থেকে শুরু হচ্ছে। তিন সপ্তাহব্যাপী এই টিকাদান কর্মসূচি চলবে ১১ এপ্রিল পর্যন্ত। স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি।

এ প্রসঙ্গে শেখ ফজলে রাব্বি চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘১৮ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত সাপ্তাহিক ও সরকারি ছুটির ছাড়া বাকি দিনগুলোতে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্ধারিত টিকাদান কেন্দ্রে টিকা প্রদান চলবে। ১৮ মার্চ থেকে ২৪ মার্চ চতুর্থ শ্রেণি বা সমমান পর্যায়ের শিশুদের শুধু স্কুল-মাদরাসায় টিকা দেওয়া হবে। ২৮ মার্চ থেকে ১১ এপ্রিল যেসকল শিশুরা স্কুলে যায় না তাদের স্কুলের বাইরে কমিউনিটিতে টিকা দেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘সাধারণ সময়ে ৯ মাস এবং ১৫ মাসে দুটি হাম-রুবেলার টিকা দেওয়া হয়। কিন্তু এবারেরটি বিশেষ কর্মসূচি। তাই আগে টিকা নিলেও ১০ বছরের নিচে সব শিশুকে এই টিকা দিতে আমরা বলছি। ৯ মাস বয়স থেকে ১০ বছর পর্যন্ত সব শিশুকে এই টিকা দিতে হবে।‘

টিকাদান কর্মসূচি পিছিয়ে যাওয়ার কারণ প্রসঙ্গে তিনি বলেন, ‘হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২৯ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু টিকাদানের সঙ্গে সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীদের কিছু দাবি-দাওয়া ছিল। দাবি পূরণ না হলে তারা এই কর্মসূচিতে অংশ না নেওয়ার ঘোষণাও দেয়। তাই মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নিয়ে তারিখটা একটু পিছিয়ে দিয়েছি। যাতে টিকাদান কর্মসূচিতে কোনোরকম ব্যাঘাত না ঘটে।’

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এ বছর তিন কোটি ৪০ লাখ শিশুকে টিকা দেওয়ার সরকারি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এসআর/এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!