লেকে ভাসছে বুনোহাতির মরদেহ

বান্দরবানের সুয়ালক ইউনিয়নের প্রান্তিক লেকে একটি বন্যহাতির মৃতদেহ ভেসে উঠেছে । ঘুরতে আসা পর্যটকরা হাতিটির মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয়দের জানায় ।বুধবার (১৭ এপ্রিল) সকালে বান্দরবান সদরের পর্যটনকেন্দ্র প্রান্তিক লেকে কিছু পর্যটক ভ্রমণ করতে গিয়ে হাতির মরদেহটি দেখতে পায় ।

স্থানীয়রাজানান, মৃত হাতিটি ছোট ।হাতির মরদেহ লেকের পানিতে ভাসছে ও হাতিটির শরীরের বিভিন্ন স্থানে পচন ধরে বাতাসে দুর্গন্ধ ছড়াচ্ছে । বিয়টি বনবিভাগকে অবহিত করা হয়েছে ।

বান্দরবানের পাল্প উড বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা বিপুল কৃষ্ণ সাহা বলেন, লেকে পানিতে মৃত বন্যহাতির দেহ পচে দুর্গন্ধ ছড়াচ্ছে এমন খবর পেয়েছি । হাতির মরদেহটি লেক থেকে উদ্ধারের জন্য ওই এলাকায় বন বিভাগের একটি টিম পাঠানো হয়েছে । তবে হাতিটি কিভাবে মারা গেছে তা জানার চেষ্টা চলছে ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!