লামায় ট্রাক-টমটমের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল তিনজনের

বান্দরবানের লামায় ট্রাক-টমটমের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও পাঁচজন ।

বুধবার (৮ মে) বিকালে ফাঁসিয়াখালী ইউনিয়নের হারগাজা-ডুলহাজারা সড়কের সানমার রাবার বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ফাঁসিয়াখালী ইউনিয়নের কুরুকপাতা ঝিরির বাসিন্দা রশিদ আহমদের ছেলে মো. ইব্রাহিম (১৫), পাগলীর আগার বাসিন্দা মৃত নুরুল ইসলামের স্ত্রী রহিমা খাতুন (৫২) ও মৃত পেঠান আলীর ছেলে আবু তালেব (৩২)।

আহতরা হলেন ফাঁসিয়াখালী ইউনিয়নের আবদুল হাকিম, আয়েশা বেগম, ছৈয়দুল হক, আকাশ ও জান্নাত আরা বেগম।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করেছে।

ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকের হোসেন মজুমদার বলেন, ফাঁসিয়াখালীর হারগাজা এলাকা থেকে যাত্রী নিয়ে টমটম গাড়িটি চকরিয়ার ডুলাহাজারায় যাচ্ছিল। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে টমটমের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে প্রাণ হারায় তিন যাত্রী।

বিষয়টি নিশ্চিত করেছেন লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপ্পেলা রাজু নাহা। চট্টগ্রাম প্রতিদিনকে তিনি বলেন, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!