রোহিঙ্গা ক্যাম্পে যৌথ বাহিনীর অভিযান, ১৪ সন্ত্রাসী আটক

কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে যৌথ বাহিনীর অভিযান শুরু হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিচালিত এই অভিযানে ১৪ জন রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করা হয়েছে। এদের মধ্যে দুইজনকে অস্ত্রসহ আটক করা হয়েছে। তবে তাৎক্ষণিক তাদের নামপরিচয় জানা যায়নি।

জানা গেছে, কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ৬টি ব্লকজুড়ে অস্ত্রধারী সন্ত্রাসীদের আটক করতে এই অভিযান পরিচালনা করছে যৌথ বাহিনী। অভিযানের কারণে বৃহস্পতিবার বিকেল থেকে রোহিঙ্গা শিবিরে শান্ত রয়েছে।

অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ সামসুদদৌজা। তিনি বলেন, এটি নিয়মিত অভিযানেরই অংশ। রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে কোন রকম অবনতি না ঘটে তার জন্য এমন অভিযান। এটি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, রোহিঙ্গা ক্যাম্পে পরস্পরবিরোধী রোহিঙ্গা সন্ত্রাসীদের দুই গ্রুপের সংঘর্ষে গত এক সপ্তাহে এক বাংলাদেশি এবং এক রোহিঙ্গা নারীসহ মোট ৮ জন নিহত হয়েছেন।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!