প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, সন্দ্বীপে ৩ যুবক ধরা

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তি করায় চট্টগ্রামের সন্দ্বীপে ৩ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১১ টায় তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হল
শাফায়েত হোসেন আয়ান( ১৯), মুসলিম হোসেন শরীফ (২৪) ও মিজানুর রহমান রবিন (২৫)।

এর আগে শাফায়েত আয়ান নামে এক যুবক ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ স্ট্যাটাস দেয়। এর ভিত্তিতে গত বুধবার ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন পৌরসভা ছাত্রলীগ সভাপতি ফয়সাল।

অপরদিকে প্রধানমন্ত্রীকে কটূক্তি করা যুবকের সঙ্গে বিভিন্ন অপরাধকর্মে জড়িত থাকায় সরকারি এবি কলেজ ছাত্রলীগ সহ-সভাপতি আজিজুর রহমান আজিজকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে। তার বিরুদ্ধে কলজে ছাত্রলীগের সভাপতির উপর হামলার অভিযোগও আনা হয়।

সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বশির আহম্মেদ খান বলেন, এ দ্বীপে কোন প্রকার অন্যায়কে ছাড় দেওয়া হবে না। অন্যায়ের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!