রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা আহমদুর রহমানের দাফন

বীর মুক্তিযোদ্ধা আহমদুর রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। শনিবার (৫ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পশ্চিম রায়পুর গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

এর আগে শনিবার সকাল পৌণে ১০টায় মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। তবে দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। একাত্তরের রণাঙ্গণের এই মুক্তিযোদ্ধার মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

আনোয়ারার পশ্চিম রায়পুর প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নামাজে জানাজায় উপস্থিত ছিলেন রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জানে আলম, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, স্থানীয় মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক নেতা নেতৃবৃন্দ।

এর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুলিশের একটি সুসজ্জিত দল তাঁকে গার্ড অব অনার প্রদান করেন।

কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী এবং আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম দিদারুল ইসলাম সিকদার।

এছাড়া বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, আনোয়ারা থানা কমান্ডের পক্ষ থেকে কফিনে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!