রাতের অন্ধকারে জেএসএস নেতাকে গুলি

বান্দরবানের তাইংখালি

বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) এক নেতাকে গুলি করেছে সন্ত্রাসীরা। তার নাম অংক্য চিং মারাম (৫২)। তিনি বান্দরবান সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের তাইংখালি এলাকার বাসিন্দা।

রোববার (১৪ এপ্রিল) রাত আড়াইটার দিকে বান্দরবান সদর হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যাওয়া হয়।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাত ১০টার দিকে তাকে নিজ বাড়িতে গুলি করে সন্ত্রাসীরা পালিয়ে যায়। গুলিবিদ্ধ অংক্য চিং মারমা রাজবিলা ইউনিয়নের জনসংহতি সমিতির সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন বলে জানা গেছে। ঘটনার পর তাকে সদর হাসপাতালে নিয়ে আসা হলে রাত দেড়টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তার ছেলে বাবুল মারমা ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।

গুলিবিদ্ধ নেতার ছেলে বাবলু মারমা জানান, সন্ত্রাসীরা রাতের অন্ধকারে গুলি করে পালিয়ে গেছে। অন্ধকার থাকায় কাউকে চিনতে পারিনি। এ ব্যাপারে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, কারা গুলি করেছে আমরা এখনো জানতে পারিনি, ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!