রাউজানে ‘সমৃদ্ধি’ কর্মসূচির উদ্বোধন

রাউজানে ‘সমৃদ্ধি’ কর্মসূচির উদ্বোধন 1নিজস্ব প্রতিবেদক : পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহায়তায় ও বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা মমতার পরিচালনায় রাউজানের কদলপুর ইউনিয়নে ‘সমৃদ্ধি’ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন পিকেএসএফের চেয়ারম্যান, অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জামান আহমদ।

সাবেক মুখ্য সচিব ও পিকেএসএফ’র ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন অন্ত্র মন্ত্রণালয়ের সচিব মো. মুসলিম চৌধুরী।

সম্মানিত অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত আছেন পিকেএসএফ’র উপ ব্যবস্থাপনা পরিচালক (প্রশাসন) ড. মো. জসীম উদ্দিন।

এছাড়া অন্যদের মধ্যে রাউজান উপজেলা চেয়ারম্যান এহছানুল হায়দার চৌধুরী বাবুলসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

‘বাদ যাবে না কেউ’ এই মর্মবাণী ধারণ করে পিকেএসএফ ও সহযোগী সংস্থাসমূহের কর্মীরা গর্ভধারণ থেকে মৃত্যু পর্যন্ত বিভিন্ন ধাপে দরিদ্র মানুষকে শিক্ষা, স্বাস্থ্য, প্রশিক্ষণ, অর্থায়ন ও অন্যান্য সেবা প্রদানে কাজ করছে।

‘সমৃদ্ধি’ কর্মসূচির আওতায় ইউনিয়নভিত্তিক জনসাধারণকে ২২ ধরণের সেবা দেওয়া হচ্ছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!