যুক্তরাষ্ট্র সফরের প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হলেন চট্টগ্রাম চেম্বার সভাপতি

চট্টগ্রাম প্রতিদিন রিপোর্ট :

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭১তম অধিবেশন ও মহাসচিব কর্তৃক আয়োজিত বিভিন্ন গুরুত্বপূর্ণ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদলের সদস্য হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হলেন দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি, দি ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি (এফবিসিসিআই), কনফেডারেশন অব ইস্টার্ন চেম্বারস্ অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ (সিইসিসিআই)’র সহ-সভাপতি এবং সম্প্রতি দায়িত্বপ্রাপ্ত মালির কনসাল জেনারেল মাহবুবুল আলম।

 

photo-of-mr-mahbubul-alam-president-ccci

 

গতকাল শুক্রবার রাত ৯.৪৫ মিনিটে ইতিহাদ এয়ারওয়েজ যোগে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে মাহবুবুল আলম ঢাকা ত্যাগ করেছেন। চট্টগ্রাম চেম্বার থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সফরকালে চেম্বার সভাপতি ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগে নতুন নতুন ক্ষেত্র অনুসন্ধানের লক্ষ্যে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী এবং ব্যবসায়ী নেতা হিসেবে নিউইয়র্কে অনুষ্ঠিতব্য বিভিন্ন বৈঠকে যোগদান করবেন।

 

তিনি প্রবাসী বাংলাদেশী কর্তৃক আয়োজিত বৈঠকেও এদেশে বিশেষ করে বাণিজ্যিক রাজধানী বন্দরনগরী চট্টগ্রামের মিরসরাই ও আনোয়ারায় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগে উৎসাহিত করার লক্ষ্যে এ সংক্রান্ত বিভিন্ন তথ্য ও সুবিধাসমূহ উপস্থাপন করবেন।

 

প্রসংগত স্মর্তব্য যে, চেম্বার সভাপতি প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে ইতিপূর্বেও জাতিসংঘের ৭০তম অধিবেশনে যোগদান করেছিলেন। তিনি আগামী ২৪ সেপ্টেম্বর দেশে ফিরবেন।

 

রিপোর্ট : মোর্শেদ রনি

এ এস / জি এম এম / আর এস পি :::

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!