যাত্রীবাহী জাহাজ ‘তাজউদ্দীন আহমদ’ ও ‘আইভি রহমান’ উদ্বোধন ৬ মে

চট্টগ্রাম-সন্দ্বীপ রুটে যাত্রী পারাপারের জন্য ‘এমভি তাজউদ্দীন আহমদ’ ও ‘এমভি আইভি রহমান’ নামে নতুন দুটি জাহাজ প্রস্তুত করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডাব্লিউটিসি)।

বৃহস্পতিবার (৬ মে) জাহাজ দুটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভার্চুয়ালি বেশ কয়েকটি প্রকল্পসহ জাহাজ দুটি উদ্বোধন করা হবে।

জাহাজ দুটি চট্টগ্রামের কুমিরা থেকে সন্দ্বীপ গুপ্তছড়া রুট এবং চট্টগ্রাম-সন্দ্বীপ-হাতিয়া-বরিশাল রুটে চলাচল করবে।

মঙ্গলবার (৪ মে) নৌ পরিবহন মন্ত্রনালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নৌপরিবহন মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থার ‘চারটি মেরিন একাডেমী; পায়রা বন্দর পুনর্বাসন প্রকল্পের ৫০০টি বাড়ি; বিআইডব্লিউটিএ’র ২০টি ড্রেজার ও ৮৩টি ড্রেজার সহায়ক জলযান, একটি প্রশিক্ষণ ও একটি বিশেষ পরিদর্শন জাহাজ এবং একটি ড্রেজার বেইজ; বিআইডব্লিউটিসি’র দুটি যাত্রিবাহী জাহাজ’ উদ্বোধন করা হবে।

নতুন এই জাহাজ দুটি বছরে ৬ লাখ ৩০ হাজার যাত্রী পরিবহন করবে বলে জানানো হয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে।

এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!