চট্টগ্রামে সাঈদীকে ছাড়ানোর ‘গোপন বৈঠক’, অভিযুক্ত সেই নয়নের জামিন

মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর মুক্তি নিয়ে চট্টগ্রামে ‘গোপন বৈঠকের’ অভিযোগে গ্রেফতার রুবেল বড়ুয়া নয়নকে জামিন দিয়েছেন আপিল বিভাগ। সাঈদী একাত্তরের মানবতাবিরোধী অপরাধে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা।

মঙ্গলবার (৪ মে) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দিয়েছেন।

সাঈদীর মুক্তি নিয়ে গোপন বৈঠকের অভিযোগে ২০২০ সালের ১২ মে রুবেল বড়ুয়া নয়নকে গ্রেফতার করে চট্টগ্রামের পাঁচলাইশ থানা পুলিশ। এ মামলায় গত ১ ফেব্রুয়ারি হাইকোর্ট তাকে জামিন দেন। কিন্তু রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে চেম্বার আদালত ওই জামিন স্থগিত করে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন। তার ধারাবাহিকতায় আপিল বিভাগে শুনানি শেষে আসামির জামিন মঞ্জুর করা হয়।

পাঁচলাইশ থানায় দায়ের করা ওই মামলার বিবরণ থেকে জানা যায়, মানবতাবিরোধী অপরাধে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দেলোয়ার হোসেন সাঈদীকে মুক্ত করতে চট্টগ্রামের লোহাগাড়ায় ১৭ মামলার আসামি বিধান বড়ুয়ার সহযোগী রকি বড়ুয়ার বাড়িতে ‘গোপন বৈঠকের’ খবর পায় গোয়েন্দা সংস্থা।

ওই বৈঠকে সাঈদীর ছেলে মাসুদ সাঈদী, মাওলানা তারেক মনোয়ার, রকি বড়ুয়াসহ অন্যরা উপস্থিত ছিলেন বলে গোয়েন্দারা জানতে পারেন।

মঙ্গলবার আপিল বেঞ্চে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী সেলিনা আক্তার চৌধুরী। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!