মহিউদ্দিনের কাজ দেখতে চট্টগ্রামে ঢাকার মেয়র আতিক

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র থাকাকালে এবিএম মহিউদ্দিন চৌধুরীর প্রতিষ্ঠিত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান সরেজমিনে দেখতে চট্টগ্রাম এলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

শনিবার (২৩ নভেম্বর) চট্টগ্রামের রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউর মেজবান হলে চট্টগ্রাম মহানগরীর পয়ঃনিষ্কাশন ব্যবস্থা স্থাপন প্রকল্পে পরামর্শক নিয়োগের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম। অনুষ্ঠানের একপর্যায়ে ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম উপস্থিত হলে সেখানে তিনি বিশেষ অতিথির বক্তব্য রাখেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দিনও।

বক্তব্যে আতিকুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে বলেছেন দেখো কীভাবে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রয়াত মেয়র মহিউদ্দিন চৌধুরী নানা প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। একমাত্র চট্টগ্রাম সিটি করপোরেশনই মহিউদ্দিন চৌধুরীর সময়ে নিজের পায়ে চলতে পেরেছিল। তা তুমি একটু দেখো। ওই দেখার জন্যই মূলত আমি নাছির ভাইয়ের (বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দীন) সঙ্গে কথা বলেছি। তাই বিদেশে না গিয়ে আগে নিজের ঘরে শিখতে এসেছি।’

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!